Movie nama: 365 days p-2
spoileralert
ম্যাসিমো তার ৩৬৫ দিন পার্ট ওয়ানে পটানো গার্লফ্রেন্ডকে বিয়ে করে, বিয়ে করার পর লরা জানতে পারে ম্যাসিমোর আরেকজন ভাই আছে, কিন্তু কে তার ভাই সেটা জানেনা।
এদিকে ম্যাসিমো বাগানের জন্য নতুন মালি রাখছে, লরার তার সাথে আলাপ হয়, একদিন পার্টিতে লরা এবং ম্যাসিমো যায় সেখানে ম্যাসিমো কাজের জন্য লরাকে রেখে অন্য রুমে যায়।
লরা হল রুমের নীচ থেকে উপরে ম্যাসিমোকে অন্য মেয়ের সাথে রুমে ঢুকতে দেখে সেও সেখানে গিয়ে দেখে ম্যাসিমো বেডে মেয়েকে নিয়ে,
তখন তার সকল বিশ্বাস ভেঙ্গে যায় না না না না এ হতে পারে না।
কি দেখলো! ম্যাসিমো তার সাথে কেনো এমন করলো!
এটা ভাবতে ভাবতে বাসায় ফিরে মালিকে পায় তখন তার সাথে সে চলে যায়,মালির সাথে ঘুরে ভালো সময় কাটায় কিন্তু এর মধ্যে ম্যাসিমোকেও মিস করতে থাকে।
একদিন ম্যাসিমো জানতে পারে তার লরাকে তার শত্রু পক্ষ তুলে নিয়ে গেছে, আর লরাও জানতে পারে যেই মালির সাথে আসছে সে মালি না,🤭 সে ম্যাসিমোর শত্রু ছেলে😅
ম্যাসিমো আসে লরাকে বাঁচাতে এরমধ্যে ম্যাসিমোর ভাই লরাকে এখান থেকে নিয়ে যায়,
আর এটা শুনার পর মালি(সেও লরাকে ভালোবেসে ফেলেছে) এবং ম্যাসিমো দৌড়ে যায় বাঁচাতে লরাকে,
লরাও পরে ম্যাসিমোর ভাইকে দেখে বুঝতে পারে সে ভুল দেখেছিলো, সে যেই জন্য ম্যাসিমোকে ভুল বুঝেছে আসলে সেটা তার ভাই।
এরমধ্যে ম্যাসিমো আর মালি হাজির লরাকে বাচাঁতে তখনি ম্যাসিমোর এক্স গার্লফ্রেন্ড লরাকে গুলি করে মেরে ফেলে, ম্যাসিমো তার ভাইকে মেরে ফেলে।
কাহিনি শেষ
মোটামুটি সাকিব খানের একটা বাংলা মুভি।
কেউ মুভির প্লটের কথা ভেবে মুভি দেখলে ১০০% নিরাশ,
তবে অন্যকিছুর জন্য হইলে ১০/১০😁
365 days p-2 ছবিটা কেমন?(বিস্তারিত) 365 days p-2 ছবিটা কেমন?(বিস্তারিত)