কাতার বিশ্বকাপ ফুটবলে এই সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে তদারকি করা হচ্ছে ফুটবল খেলার পরিচালনায়।
ইতিমধ্যে আপনারা হয়তো এ প্রযুক্তি সম্মন্ধে একটু হলেও শুনেছেন।
আজকে আর্টিকেলটিতে মূলত আমরা এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এর ১টি জরুরি প্রযুক্তি VAR সম্পর্কে জানতে চাচ্ছি।
VAR কি? VAR এর পূরণ রুপ Video Assistant Referee. অফসাইড নির্ধারণে আরও জয়েন করা হয়েছে Semi Automated Offside Technology.
এবার কাতার বিশ্বকাপে ইউজ করা হচ্ছে এডিডাস এর ফুটবল, যে বলটির মেইন বা মিডেল পজিশনে ১টি চিপ রয়েছে। আরো কয়েকটি চিপ প্রতিটি প্লেয়ারের বডিতে সেট করা আছে। যা ১টি প্লেয়ারের ২৯ টি পয়েন্ট এর প্রত্যেক এক সেকেন্ডে প্রায় পাঁচশো বার দেহ মুভমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাঠায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কাছে।
তাছাড়া স্টেডিয়ামের ছাদের নীচের ভাগে অর্থাৎ মাঠের ভিতরের নানারকম পয়েন্টে আছে মোট 12টি Specialized Dedicated ক্যামেরা। সব মিলে এই সিস্টেমটি 1 সেকেন্ডের 500 অংশের এক ভাগ টাইমে প্রতিনিয়ত ডেটা নিতে থাকে ও কোন খেলোয়াড় অফসাইডে থাকলে এ সিস্টেম নিজে থেকেই এলার্ম দেওয়ার জন্য থাকে।
পরবর্তীতে মাঠের রেফারী যখনই এই সিস্টেমের সাহায্য নিতে চান তখনই রেডিমেইড হিসাবে রিপোর্ট আকারে তা পেয়ে যান তারা।
নির্ভুল ক্রিকেটের এলবিডব্লিউর সিদ্ধান্তের মতো। আর সারা জগতের ফুটবলের নিয়ন্ত্রক সংগঠন ফিফা (FIFA) এই প্রযুক্তিকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে 100% সফলতা পেয়েছেন এবং তার পরেই তা এবারের কাতার বিশ্বকাপে বাস্তবায়ন করেছেন।
ইতিমধ্যে আপনারা এই যন্ত্রের ইউজ কাতার বিশ্বকাপে দেখেছেন প্রথম ম্যাচে কাতার ভার্সেস ইকুয়েডর যে খেলাটি হয়েছিল তিন মিনিটের ১টি গোল এ যন্ত্রের সুবাদে বাতিল পড়ে যায় ও আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচটিতে প্রায় তিনটির মতো অফসাইড হয় ও সেখানে এ টেকনোলজির সহযোগিতা নেওয়া হয়।
এই যন্ত্রের দ্বারা ইদানিং আর অফসাইড সম্পর্কে কারো কোন দোষ অনুমান থাকবে না ফুটবলে বন্ধ সাইট সম্মন্ধে যে দ্বিমত পোষণ করা হতো তা বর্তমান করার কোন রকম সুযোগ থাকবে না।
উত্তর টি লিখেছেন Dec 1, 2022 at 9:12 am (মন্তব্য করুন) (রিপোর্ট করুন)
ধন্যবাদ